Inter 1st Year এ মাথায় এক ভুত চাপছিলো যে ফ্রিল্যান্সিং করে ডলার $ ইনকাম করবো!!
.
তো যেই কথা সেই কাজ! শুরু করে দিলাম ঘাটাঘাটি!
অনেক ঘাটাঘাটি করেও কোনো কিছু হচ্ছিলো না! পরে এক সময় এক বড় ভাইয়ের কাছ থেকে ১৫,০০০ টাকা কোর্স ফি দিয়ে কাজ শিখা শুরে করে দিলাম! কিছুদিন পর বাসায় ব্রডব্যান্ড এর লাইন নিয়ে অনুশীলন শুরু করে দেই! একদিকে কলেজ এর ক্লাস + ৪ টা প্রাইভেট আবার এইগুলা, সবমিলিয়ে অনেক প্যারা গেছে!!
এভাবে চলতে থাকে কিছু দিন! ঐ ভাইয়া টা আমাকে অর্ধেক কাজ শিখিয়ে টাকা মেরে পালিয়ে যায়! আমি পড়ে গেলাম মাঝ নদীতে! একটা জিত ছিলো যে নেট থেকে টাকা ইনকাম করে ছারবোই! এরপর নিজে নিজে চেষ্টা করে একটা মার্কেটপ্লেস থেকে $২২৫ ডলার বাংলাদেশি টাকায় ১৮,০০০ টাকা, এর পর দুর্ভাগ্যবসত একাউন্ট টা ব্যান হয়ে যায়!!যাক যে টাকা ইনভেস্ট করেছিলাম তা তুলতে পারছি এই ভেবেই শান্তি!!?
এরপর ইন্ডিয়ার এক ভাইয়ার সাথে পরিচয় হয়
সে আমাকে একটা কাজ শিখিয়েছিলো! যার মাধ্যমে $২৫০+ ডলার ইনকাম করতে পারছিলাম,.আমার পেপাল আর পেওনিয়ার মাস্টার কার্ড থাকাতে পেমেন্ট নিয়ে কেনো ধরনের সমস্যা হত না!!
,
যাই হোক আমার এই ১৯ বছর বয়সে অনেক বার প্রতারিত হয়েছি !! অনেকেই অনেক টাকা মারছে!!
সরল মনে বিশ্বাস করলে যা হয় আর কি!
.
Whatever, এইদিকে পড়ালেখার অবস্থা করুন!! শুধু প্রাইভেটে যাই আর আসি! আর কলেজে মাসে ২/৩ দিন ক্লাস করছি!! ষান্মাসিক পরীক্ষায় ২ বিষয়ে ফেল?? , পরে ঠিক করলাম এইগুলা সব বাদ, এই গুলা করার অনেক টাইম পাবো অনার্সে, আপাদত বাদ দেই!
! পড়ালেখার অনেক হ্যাম্পার হইছে!! এখন পড়ালেখায় মনোযোগ দেই, কিন্তু ততক্ষনে অনেক দেরি হয়েছে!! সামনেই ইয়ার চেঞ্জ পরিক্ষা! শুরু করে দিলাম পড়ালেখা, সিলেবাস এর কিছুটা শেষ করতে পারছিলাম!!এর পর ইয়ার চেঞ্জ পরীক্ষায় ভালোভাবেই পাস করি!! তো এই ছিলো আমার ইন্টার প্রথম বর্ষের কাহিনী!!
.
এই প্রথম ২ বছর পর আমার ব্যাক্তিগত কিছু সিক্রেট বিষয় ফেসবুকে শোয়ার করলাম!!! কিন্তু কেন জানেন?
ইদানিং কিছু জনিয়র ছোট ভাই এই বিষয়ে আগ্রহ দেখাচ্ছে! আমি চাই না আমি যে ভুল টা করেছি সেইটা তারা করুক!! ইন্টার এর সময় হচ্ছে জীবনের সব থেকে মুল্যবান সময় যা নষ্ট করা মোটেও উচিত নয়!! পড়ালেখা করে ভালো ইউনিতে ভর্তির পর এইগুলা করার অনেক সময় পাবে ছোট ভাইয়ারা!!
Freelancing
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin
Monjur Ahmed
I'm Monjur Ahmed ! Currently Studying Computer Science & Engineering at City University of Bangladesh.